তুমি নেই বলে (বঙ্গবন্ধুকে শ্রদ্ধাঞ্জলি)


আজ তুমি নেই বলে

ঘুমভাঙানিয়া পাখিদের কলরবে

প্রাণের সুর বেজে ওঠে না হৃদয় তারে,

ভোরের অমল আলোয়

প্রজাপতিরাও নেচে ওঠে না মনের উঠোন জুড়ে!

কলমিলতায় তিড়িংবিড়িং খেলে না চঞ্চলা ঘাসফড়িং!

অঁাধার ফুঁড়ে আলো হাতে 

জোনাকিরা আসে না আর উড়ে উড়ে! 

যে বাংলা তুমি এনে দিলে,

যে বাংলায় কবিতা লিখি দিল খুলে;

যে বাংলার অকৃত্রিম বন্ধু তুমি ছিলে;

তুমিইতো একমাত্র কিংবদন্তী বাংলার দামাল ছেলে,

মহাকালের মহানায়ক তুমি;

হে বঙ্গবীর, উন্নত তব শির

তুমি বঙ্গবন্ধু এই বাঙ্গালি ও বাংলার।

আজ তুমি নেই বলে,

বৈশাখীমেলায় তালপাতার বঁাশিরা 

ব্যথাভরা সুরে গুমরে কেঁদে মরে!

আষাঢ় শ্রাবণের চোখে

কেবলই বেদনার অশ্রæ ঝরে!

চেয়ে দেখি চোখ মেলে,

পৌষের হিমের মতো

মানুষের বিবেক আজ বড্ড সংকুচিত!

বঙ্গবন্ধু তুমি নেই,

বাংলার মাটিতে আজ

কেবলই জৈষ্ঠ্যের খররোদ্দুর! 

দাউদাউ জ্বলছে আগুন

মাধুরী নেই, সুরভি নেই আশেপাশে!

বাংলা থেকে হারিয়ে গেছে অনায়াসে

শুধু তুমি নেই বলে!

SUMMARY

1937-1.png