অকেন সুমন আহমেদ
মিছিলের প্ল্যাকাডে উত্তাল বর্ণমালা
দু’হাত বাড়িয়ে আকাশ ছোঁয়ার স্বপ্নডানা।
প্রত্যাশা দিন পেরিয়ে আসবে নতুন দিন
স্লোগানে তাই ঝাঁঝালো কাব্যঋণ।
একটি মানচিত্রের জন্য
একটি পতাকার জন্য
মা-মাতৃভূমির জন্য
নতুন আলোর ভোরের জন্য,
ছাত্র-জনতা-মজুর, কিশোর-বৃদ্ধ
নারী-পুরুষ-বৃহন্নলা, ধর্ম-বর্ণ-আদিবাসী
সবার শত বছরের অপেক্ষা।
স্লোগানে স্লোগানে কম্পিত চারপাশ
বুকে সবার হৃৎপিণ্ডের ধকধকানি।
নেতা এসে দাঁড়ালেন জনসম্মুখে
আবৃত্তি করলেন জনতার কাঙ্ক্ষিত কবিতাখানি!
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
* জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কবি নির্মলেন্দু গুণকে উৎসর্গকৃত।