বঙ্গবন্ধু- মোঃ আবু সুফিয়ান


বঙ্গবন্ধু তুমি কেমন ছিলে ?


 
দেখিনি আমরা কোন দিন।

লোকের মুখে শুনেছি তোমার কথা,

বুঝেছি তোমার মনের ব্যথা।

অনুভব করেছি তোমার হৃদয়ের পোষা স্বপ্ন,

বুঝেছি তোমার দেশ প্রেমের কথা।
তুমি ছিলে বাংলার সাধারণ জনতার বন্ধু,

তাই ভালোবেসে নাম দিয়েছি বঙ্গবন্ধু।

তুমি ছিলে স্বাধীনচেতা,

বাঙালির মহান নেতা।

তুমি ছিলে সেই নেতা,

ডাক দিয়েছিলেন স্বাধীনতার।
আমরা হলাম নতুন প্রজন্ম,

স্মরণ করছি তোমার সেই কবিতার ছন্দ,

‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,

এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।’

এই ছন্দে সাড়া দিয়েছিল বাংলার জনগণ,

হয়েছে যুদ্ধ,হয়েছে রক্তগঙ্গা,

হয়েছে এক স্বাধীন সার্বভৌমত্ব দেশ

বাংলাদেশ ।
কিন্তু কিছু ঘাতকেরা মেনে নিতে পারেনি

এই স্বাধীনতা,

তোমাকে ঘুমাতে হয়েছে অকালে

তাদের এই বিশ্বাসঘাতকতায়।

তুমি ঘুমাও নি,জেগে থাকবে আমাদের

মাঝে চির অম্লান ।

বাংলায় যতদিন বইবে

পদ্মা,মেঘনা,যমুনা বহমান।

SUMMARY

1929-1.png