একটি তর্জনী-নাসির উদ্দিন হেলাল


একটি তর্জনীর ইশারা
দুশমনেরা হলো দিশাহারা
কোন সেই তর্জনী-
যা দেখে ভেগেছে পাকিস্তানি
জালিমেরা হয়েছে হয়রান পেরেশান
তর্জনীর মালিক শেখ মুজিবুর রহমান।

একটি তর্জনী হেলনে সাতকোটি হেলেছে
৭ মার্চের ভাষণেই তার প্রমাণ রয়েছে
এই তর্জনীর এমনই গুনাগুণ
অন্যায় ও শোষণে ধরাতো আগুন
এই তর্জনীর মাহাত্ম্য সত্যি মহান
ধন্য বাঙালি, ধন্য শেখ মুজিবুর রহমান।

তর্জনীর তেজের কাছে নিস্তেজ সব কামান
তর্জনী মালিকের স্ফটিক সম হৃদয় বিশাল
মমতায় ভরা ছিল যার অন্তর
দুশমনকেও কখনও ভাবেননি পর
হে রব-পরকালে, তুমি করো তাঁকে এহছান
বিশালেরও বিশাল শেখ মুজিবুর রহমান।
(বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ স্মরণে)

SUMMARY

1856-1.png