বাংলাদেশ আমার অহংকার-দুলাল শর্মা চৌধুরী


স্বাধীনতা আমার ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ
স্বাধীনতা আমার পলাশ, শিমুল, কৃষ্ণচূড়া আগুন
স্বাধীনতা আমার ভাইয়ের বুকের রক্ত ঢালি
জয় বাংলা স্লোগানে গর্জে উঠেছিল বীর বাঙালি।

স্বাধীনতা আমার লাল সবুজ পতাকা
স্বাধীনতা আমার রক্তে ভেজা মায়ের শাড়িটা
স্বাধীনতা আমার পাল তোলা নৌকা
স্বাধীনতা আমার টকটকে লাল সূর্যটা
স্বাধীনতা আমার রবি ঠাকুরের

আমার সোনার বাংলা গানটা।
স্বাধীনতা আমার সার্বভৌম বাংলাদেশের মানচিত্রটা
স্বাধীনতা আমার লাল শাপলা ফুলটা।

স্বাধীনতা আমার মায়ের ভাষা
স্বাধীনতা আমার বোনের ভালোবাসা।
স্বাধীনতা আমার সোনালী ধানের শীষে
ভোরের শিশির ঝরে সবুজ ঘাসে
স্বাধীনতা আমার মায়ের কোলে শিশু হাসে।

স্বাধীনতা আমার পদ্মার রূপালী ইলিশ
স্বাধীনতা আমার দোয়েলের গানের শিষ
স্বাধীনতা আমার আম-কাঁঠালের মৌ-মৌ ঘ্রাণ
স্বাধীনতা আমার শ্রাবণের রিমঝিম বৃষ্টির গান।

স্বাধীনতা আমার ৩০ লক্ষ মানুষের
আত্মত্যাগের বিনিময়ে মুক্ত হয় স্বদেশ
কন্যা-জায়া-জননীর
সম্ভ্রম হারিয়ে স্বাধীন হয় বাংলাদেশ।

বাংলাদেশ আমার অহঙ্কার
রক্তে বাজে ঝংকার।
জয় বাংলা-জয় বঙ্গবন্ধু
বাংলাদেশ তুমি চির ভাস্বর।

SUMMARY

1838-1.png