|
অবশেষে স্বাধীনতা-মোঃ মনজুর আলম
অবশেষে স্বাধীনতা-মোঃ মনজুর আলম
তেইশটি বছর দেখে মোদের
সৎ ভাই এর মতো
সুবিধা নিল পশ্চিমারা
ব্যবসা, চাকুরি যত।
দাবি আদায়ে মিছিল হলে
চলতো গুলি কত
জেল, জুলুম, হামলা, মামলা
ছিল শত শত।
উর্দু কেন রাষ্ট্র ভাষা
সংখ্যায় মোরা বেশি
দেয়নি গদি জয়ের পরও
দেখায় আরো পেশী।
বঙ্গবন্ধুর ডাকে সবাই
অস্ত্র হাতে নিয়ে
লক্ষ প্রাণ বিলিয়ে দিল
যুদ্ধ করতে গিয়ে।
ভয় ভীতি ভুলে গিয়ে
সবাই এক হল
নয় মাসের লড়াই শেষে
স্বাধীনতা যে এলো।
অবশেষে স্বাধীনতা-মোঃ মনজুর আলম
তেইশটি বছর দেখে মোদের
সৎ ভাই এর মতো
সুবিধা নিল পশ্চিমারা
ব্যবসা, চাকুরি যত।
দাবি আদায়ে মিছিল হলে
চলতো গুলি কত
জেল, জুলুম, হামলা, মামলা
ছিল শত শত।
...
|
|
|