আগস্টের যত ব্যথা-নিলুপা ইসলাম নীলু

আগস্টের যত ব্যথা-নিলুপা ইসলাম নীলু

শোকের মাসে পেতেছি শয্যা
আর কত কষ্ট? আর কত রক্তক্ষরণ
পাথরচাপা দিয়ে পার করেছি ৪১টি বছর
জাতির জনকের হত্যার প্রতিশোধের আগুন
দাউ দাউ করে জ্বলছে তোষের অনল
১৫ই আগস্ট সেই কালো রাত, সেইক্ষণ
যেন ঘোর অমানিশা, হৃদয়ের তন্দ্রিতে
ফোটায় ফোটায় রক্ত ঝরে
এ শোক পালন করি কেমনে?
কালো কাপড়/ নাকি লাল কাপড়ে
ভেবে ভেবে দিশাহারা হই
আগস্ট আসলেই বুকে বাড়ে যন্ত্রণা
কখনো আর্তচিৎকারে শিউরে উঠি
দ্বীপ্ত কণ্ঠে শপথ নেই, সোনার বাংলাকে
খুনিদের রক্ত দিয়ে পবিত্র করে
আবারও ঘোষণা করি এদেশ
বঙ্গবন্ধুর রক্তের বিনিময়ে
ত্রিশ লক্ষ শহীদের আত্মদান
শোকের মাসের শপথ করি বার বার
সোনার বাংলা হবে সোনার।

SUMMARY

1816-1.png