জাতির জনক-পিযুষ চক্রবর্তী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম তার
১৭ মার্চ ১৯২০ সালে খোকা বলে ডাকে সবাই
শেখ লুৎফর রহমানের ঔরসজাত সন্তান
শেখ মুজিবুর রহমান।
ঢাবি’র আইন বিভাগের ছিলেন ছাত্র
স্বাধীনচেতা মননে দূরদর্শি অধিকার আদায়ে সোচ্চার
১৯৫২’র ভাষা আন্দোলনের পথ ধরে হলেন উজ্জীবিত
১৯৬৯ এর গণঅভ্যুত্থানে উত্থিত, যোগ্য নেতৃত্বে বলিষ্ঠ
১১ দফা দাবিতে রেসকোর্স ময়দান মুখরিত ‘বঙ্গবন্ধু’ উপাধি হল
১৯৭০ এ সংখ্যাগরিষ্ঠ ভোটে শেখ মুজিব বিজয়ী হলেন।
১৯৭১ এ যার পরিকল্পনায়, নির্দেশনায়ও বলিষ্ঠ নেতৃত্বে
পাক-সেনাদের রুখল যারা
মুক্তিকামী বাঙালি চেতনায় ঐক্য হল তারা।
অন্যায়ের বিপক্ষে সহযোগী হল ভারত
সেনা পিছু হটল পাকসেনা
৯ মাস যুদ্ধ শেষে আত্মসমর্পণে বাধ্য হল
পাকবাহিনী বাংলা ছাড়ল।