আমরাই তো আগামীর মুজিব-মোঃ ছাবির উদ্দিন

আমরাই তো আগামীর মুজিব-মোঃ ছাবির উদ্দিন

চলো রাজপথে...
অনশন আর মানববন্ধন করি
জড়ো হয়ে প্রতিবাদ জানাই
চিৎকার দিয়ে বলি-
এদেশে জঙ্গিদের স্থান নেই
এদেশে সন্ত্রাসী চলবে না-
চলবে না নাশকতা-
দেখো! আগামীর যুবকরা দাঁড়িয়েছে
তোমাদের বাঁধার প্রাচীর হয়ে
প্রয়োজনে লাশ হতে রাজি।
তবুও হাজার বাঁধা ডিঙিয়ে
আমাদের এই অভিযান-
মঞ্জিলের মকসুদে নিয়ে যাবো।
এসো! মুজিবের অবিনাশী আদর্শে,
স্বাধীন পতাকা বুকে জড়িয়ে,
উত্তাল স্লোগানের চেতনার মোহনায়
জেগে উঠি-
স্বাধীনতা রক্ষার্থে
তখন মুক্তির আনন্দে শহীদরাও হাসবে।

SUMMARY

1814-1.png