যে ভুলে যায়-নিলুপা ইসলাম নীলু
যে আসে সরোবরে
চলে যায় নিভৃতে, অতি সংগোপনে
কষ্ট আর অপমান লাগেনি
তার অন্তরে, মনি কোঠায়
অন্যায়ের কাছে হয় পদদলিত
পলাশির আ¤্রকাননে মির জাফর
শেষ করেছিলো বাংলার শেষ নবাব সিরাজদৌলাকে
যে ভুলে গেল বঙ্গবন্ধুর অবদান
মোশতাকর বেইমানের কাছে
কয়টি প্রাণ ঝরে ইতিহাস হয়ে গেল।
এমনিভাবে কাল সাপেরা ফনা তুলে
বার বার ছোবল হানে আপন জনদের
কেউ সাবধান হয়, অথবা কেউ অকালে হারিয়ে যায়
ভুলের মাশুল দিয়ে চলে কত জীবন
তবুও বিশ্বাসিরা চলে অতীতের স্মৃতি খুঁজে
চোরা বালিতে পা দিয়ে কাঁদে কতজন
হিসাবের খাতা শূন্য রেখে
পাওয়া না পাওয়ার বেদনা নিয়ে
অথচও ভুলে যাওয়া কষ্ট।