“স্মৃতিতে বঙ্গবন্ধু”- জাহিদুল ইসলাম মিঠু
বঙ্গবন্ধু তুমি কোথায় গেলে বাঙ্গালীদের ছেড়ে।
বঙ্গবন্ধু তোমার বাণী শুনে শান্ত হতাম আমরা সবাই মিলে।
বঙ্গবন্ধু তোমার কথা মনে হলে চোখে শুধু অশ্রু ঝরে।বাঙ্গালীদের একা ফেলে বঙ্গবন্ধু তুমি চিরতরে হারিয়ে গেলে।
বঙ্গবন্ধু তোমার মতন মানব দরদি কেউ ছিলনা এই দেশে। বাঙ্গালীদের এতিম করে বঙ্গবন্ধু তুমি চলে গেলে পরপারে।
দোয়া করি আল্লাহর দরবারে, কষ্ট দিও না তুমি বঙ্গবন্ধুকে অন্ধকার কবরে। দয়া করে আল্লাহ তুমি বঙ্গবন্ধুকে দাও জান্নাতি করে।