স্মৃতিতে বঙ্গবন্ধু: বিলাল মাহিনী


স্মৃতিতে বঙ্গবন্ধু

বিলাল মাহিনী

বঙ্গবন্ধুর স্মৃতি আজো
হৃদয়ে দাগ কাটে,
চোখের পাতায় ভেসে ওঠে
শত স্মৃতি কেঁদে কেঁদে।


 
স্মৃতি সবি মুছতে পারে,
সাধ্য কারো নাই,
এ স্মৃতিতে মুজিব স্মৃতি,
অতিব সজীব ভাই।

তুমি বাংলার স্বাধীনতা, বঙ্গবন্ধু,
বাঙালি জাতির পিতা,
তুমি একাত্তর, তুমিই পঁচাত্তর,
তুমিই সবার মিতা।


 
তোমাতে বাংলার স্বপন গাঁথা,
তোমাতে দেশের প্রাণ,
তোমার সোনার বাংলায় পাই,
তোমারি রক্তের ঘ্রাণ।

তুমি বাংলার রাখাল রাজা
তুমি আপোষহীন নেতা,
রক্ত চক্ষু করে উপেক্ষা
এনেছো স্বাধীনতা।

তুমি বঙ্গবন্ধু, জাতির পিতা
তোমাতে পরশ পাথর,
যে পরশের ছোয়ায় সবি
হলো যে সোনার আঁকর।


 
তোমায় খুঁজি আকাশে-বাতাসে
মৃত্তিকা ও মায়ায়,
তব তর্জনীতে বাঙালী করেছে
স্বাধীনতা আদায়।

SUMMARY

1582-1.png