কে এম হারুনুর রশীদ
পলাশীর প্রান্তরে হারিয়েছিলাম আমাদের স্বাধীনতা,
পরাধীনতার গ্লানি নিয়ে কেটে গেল অনেকটা সময়
হেঁটে এলাম অনেকটা পিচ্ছিল পথ—
চারদিকে ছিল শুধু অন্ধকারের অমানিশা;
কে দেবে বাঙালি জাতিকে স্বপ্নের স্বাধীনতা?
অনেক বুভুক্ষু সময় পার করার পর-
রাজনীতির মঞ্চ কাঁপিয়ে আবির্ভূত হলেন কালের
মহাপুরুষ— আমাদের বঙ্গবন্ধু, জাতির পিতা।
মুক্তিকামী জনতাকে দেখালেন স্বাধীনতার স্বপ্ন!
শোনালেন তিনি সেই অমর কাব্যখানি :
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’।
সেই থেকে শুরু হলো মুক্তিকামী মানুষের মুক্তিযুদ্ধ
জাতি পেল তার স্বপ্নের স্বাধীনতা
এক আবেগমথিত মাতৃভূমি, বাংলাদেশ।