১৯৭১সালের ৬নভেম্বর যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক বক্তৃতায় ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন –
আমরা ( ভারত ) এমন একটা জায়গায় পৌঁছেছিলাম, যখন ভেবেছিলাম যে, আমরা অনেক সহজে ও তাড়াতাড়ি সামনে এগোতে পারব।তখন হঠাৎ করেই অন্য দেশের ( বাংলাদেশ ) সমস্যা আমাদের উপর এসে পড়ল।ইটা আমাদের সমস্যা নয়, বরং অন্য একটি দেশের।ওরা ( পশ্চিম পাকিস্তান ) মানুষদের সীমান্তের বাইরে ঠেলে দিচ্ছে, যারা তাদের পছন্দ মতো ভোট দেননি।তাদের একটা অপরাধ, তারা স্বাধীনার জন্য আওয়াজ তুলেছে।যদিও তারা তা করেছে শেখ মুজিব গ্রেফতার হয়ে যাওয়ার পর।যদ্দুর আমি জানি, তিনি ( শেখ মুজিব ) নিজে স্বাধীনতা চাননি।কিন্তু যখন তিনি গ্রেফতার হলেন এবং নির্বিচারে হত্যাকান্ড চালানো হচ্ছিল, এটা সহজেই অনুমান করা যায় যে,মানুষেরা ( বাংলাদেশিরা ) বলছে, এরপর আমরা একসঙ্গে থাকি কি করে? আমাদের আলাদা হতেই হবে।
[ তথ্যসূত্র : আওয়ামী লীগ যুদ্ধদিনের কথা ১৯৭১- মহিউদ্দিন আহমদ ]