শেখ মুজিবুর রহমান সব সময়ই ভাসানীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। মুজিবের অনুসারীদের মধ্যে কেউ মুজিবের প্রকাশ্যে বা অপ্রকাশ্যে এই প্রাক্তন নেতার বিরুদ্ধে কিছু বললে তিনি তাদের নিরুৎসাহিত করতেন।আপাত দৃষ্টিতে মুজিব এবং ভাসানীর মধ্যে উষ্ণ সম্পর্ক আছে বলে মনে হলেও, ভাসানীর মনে মুজিবের প্রতি এক ধরণের বিদ্বেষ ছিল। অন্য অনেকের মতই ভাসানী মুজিবের জনপ্রিয়তার কারণে তাঁকে হিংসা করতেন। মুজিবের এত জনপ্রিয়তার কারণ তিনি ধরতে পারেননি। ১৯৭০ সালে ভাসানী বলেছিলেন, মুজিব যদি ক্ষমতায় যায়, তা হবে তার লাশের উপর দিয়ে। ভাসানী ১৯৭০ সালের সাধারণ নির্বাচন যতভাবে সম্ভব বিলম্বিত করতে সচেষ্ট হয়েছিলেন।
১৯৭০ সালেই সেপ্টম্বর মাসে ভাসানী আকস্মিকভাবে পশ্চিম পাকিস্তান সফরে যান এবং ইয়াহিয়ার সাথে দেখা করেন। এর আগে ভাসানী এবং আইয়ুব খানের মধ্যকার গোপন সংলাপের কথা জানা যায়। গোয়েন্দা সংস্থাগুলো ১৯৭০ সালের নির্বাচনে মুজিবের দিক থেকে জনগণকে সরিয়ে আনতে পারে এমন একজন নেতা হিসেবেই ভাসানীকে দেখিয়ে আসছিলেন।
[তথ্য সূত্র: হু কিলড মুজিব – এ.এল.খতিব ]