লন্ডনের বাসিন্দা পল কনেট ছিলেন একজন মানবাধিকার কর্মী। একাত্তরে মুক্তিযুদ্ধ শুরু হলে মুক্তিযোদ্ধাদের জন্য খাদ্য ও ঔষুধ সংগ্রহ এবং সেগুলো প্রেরণের জন্য ‘অপারেশন ওমেগা’ নাম একটি সংস্থা প্রতিষ্ঠা করেন লন্ডনে। এছাড়াও পাকিস্তান সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের আবেদন জানিয়ে লন্ডনের ট্রাফালগার স্কয়ারে ১ আগস্ট এক বিশাল জনসভা করেন।
মুক্তিযোদ্ধাদের জন্য সংগৃহিত দ্রব্যাদি একটি অ্যাম্বুলেন্সে ভরে স্ত্রীকে সঙ্গে নিয়ে যাত্রা করেন বাংলাদেশে। কিন্তু বাংলাদেশ সীমানার কাছাকাছি আসতেই গ্রেফতার হলেন পাকিস্তানি বাহিনীর হাতে। সামরিক আদালতে দু’বছর জেল হলো কনেট দম্পতির। কিন্তু কিছুদিনের মধ্যে দেশ স্বাধীন হলে তাঁরা মুক্তিপান জেল থেকে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কনেট দম্পতির একটি পুত্র সন্তানের জন্ম হয়। প্রিয় মানুষ বঙ্গবন্ধুর নামের সাথে মিলিয়ে তাঁদের সন্তানের নাম রাখেন পিটার উইলিয়াম মুজিব।
[ তথ্য সূত্র: বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধু – আ শ ম বাবর আলী]