১৯৭০-এর নির্বাচন গোপন খসড়া সংবিধানের কিছু অংশ ফাঁস, মুজিবের সন্দেহ মোশতাকের উপর


১৯৭০ সালের নির্বাচনে বিপুল বিজয়ের পর আওয়ামী লীগের সামনে প্রধান চ্যালেঞ্জ ছিল ছয় দফার ভিত্তিতে একটি কার্যকর সংবিধান তৈরী করা। সংবিধান তৈরির জন্য বিশেষজ্ঞের দরকার ছিল। মুজিব একাজে ডঃ নুরুল ইসলাম, অধ্যাপক মোজাফফর আহমদ, অধ্যাপক খান সরোয়ার মুরশিদ, অধ্যাপক আনিসুর রহমান, ডঃ কামাল হোসেন ও অধ্যাপক রেহমান সোবহানকে দায়িত্ব দিলেন।

ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাওয়ার মাঝামাঝি পথে বুড়িগঙ্গার পাড়ে পাট ব্যবসায়ী হামিদের বাড়িতে লোক চক্ষুর আড়ালে চলত তাঁদের আলোচনা। ঢাকা থেকে তাঁরা ভোর বেলায় যেতেন, ফিরতেন সন্ধ্যার পর। তাঁরা যেসব নোট তৈরি করতেন সেগুলো শেখ মুজিবের হাতে দেয়া হতো এবং মুজিব তা নিজের কাছেই রাখতেন।

প্রেসিডেন্ট ইয়াহিয়ার সঙ্গে সংলাপ এবং দরকষাকষির জন্য একটি খসড়া সংবিধান তৈরির কাজ শেখ মুজিব আগেভাগেই করে রাখলেন। অতি গোপনে কাজটি করা হলেও গণমাধ্যম এবং গোয়েন্দা সংস্থার কাছে তার কিছু অংশ ফাঁস হয়ে যায়। শেখ মুজিব এজন্য মোশতাককে সন্দেহ করতেন। মোশতাক ছয় দফার ব্যাপারে আপোষ করতে আগ্রহী ছিলেন।

[ তথ্য সূত্র : আওয়ামী লীগ
যুদ্ধদিনের কথা ১৯৭১ – মহিউদ্দিন আহমদ ]

SUMMARY

1507-1.png