১৯৭৩ সালের শেষার্ধে আলজিয়ার্স -এ আয়োজিত জোট নিরপেক্ষ সম্মেলনে যোগদানের জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আলজিয়ার্স যান। আলজিয়ার্স -এর সমুদ্র সৈকতে অবস্থিত একটি সুদৃশ্য কটেজে বঙ্গবন্ধুর থাকার ব্যবস্থা করা হয়।
একদিন খুব ভোরে একজন সিকিউরিটি আর দোভাষী মহিলাকে নিয়ে বঙ্গবন্ধু তাঁর প্রাতঃভ্রমণ শেষ করে কটেজে ফিরে এসেছেন। দেখলেন, বিরাট আকারের এক মোটর ভ্যান তাঁর কটেজের সামনে দাঁড়িয়ে। বুকে নিরাপত্তা ব্যাজ লাগানো দুজন লোক তালিকা মিলিয়ে নানা ধরণের খাবার, টিন-ফুড, মাছ-মাংস এমনকি টাটকা শাক-সবজি আর ফল-মূল নামিয়ে রাখছে। শেষ আইটেম ছিল কয়েক “ক্রেট” পানীয়। ক্রেটগুলো নামানোর সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু বিরাট এক চিৎকার দিয়ে দোভাষী মহিলাকে তর্জনী তুলে বললেন, এই কটেজে একমাত্র কোকাকোলা-সেভেন আপ ছাড়া বিয়ার-হুইস্কি-ভোদকা-জিন-রাম-রেড ওয়াইন কিছুই ডেলিভারি হবে না।
অবাক বিস্ময়ে দোভাষী মহিলার চোখ একেবারে ছানাবড়া। জীবনে বহু ভিআইপি’র সঙ্গে কাজ করা সত্ত্বেও এ ধরণের অভিজ্ঞতা এই প্রথম।
তথ্য সূত্র: মুজিবের রক্ত lal [ এম আর আখতার মুকুল ]