লন্ডনের বাসিন্দা আব্দুল মতিনের ৯ বছর বয়স্কা মেয়ে বেবি আয়েশা মতিন। এই মেয়েটি ব্রিটিশ প্রধানমন্ত্রী মিঃ হীথের কাছে একটি চিঠি লিখে তার প্রিয় নেতা শেখ মুজিবকে খুনি ইয়াহিয়ার কারাগার থেকে মুক্ত করা এবং বাঙালিদের মধ্যে ফিরিয়ে আনার সংগ্রামে সাহায্য দানের জন্য আকুল আবেদন জানায়। পত্রটি ব্রিটিশ প্রধানমন্ত্রীর ১০নং ডাউনিং স্ট্রিটের বাসভবনে পাঠানো হয়। প্রধানমন্ত্রী মিঃ হীথের পক্ষে তার রাজনৈতিক সেক্রেটারি বেবি আয়েশাকে চিঠি লিখে ধন্যবাদ জানান এবং বলেন প্রধানমন্ত্রী তার অনুরোধের বিষয়টি মনে রাখবেন।
[ অনলাইন থেকে সংগৃহিত ]