১৯৭৩ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ফারুকের একটি ব্যর্থ অভ্যুথান


১৯৭৩ সালের শেষের দিকে মেজর ফারুক বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটি অভ্যুথানের চেষ্টা করে ব্যর্থ হন। এই অভ্যূথানে যোগ দিতে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সৈন্যদল ঢাকায় আসার কথা ছিল। কিন্তু সেই সেনাদলটি শেষ পর্যন্ত ঢাকায় না আসার কারণে ফারুকের অভ্যুথান পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। এই পরিকল্পনা ভেঙে গেলে সেনাবাহিনীতে তা ফাঁস হয়ে যায়। ঊর্ধ্বতন অফিসারদের সত্যি ফারুকের এই অভ্যুথানের কথা জানতেন, কিন্তু এজন্য তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বরঞ্চ ১৯৭৪ সালে মিশরের কাছ থেকে শুভেচ্ছাস্বরূপ পাওয়া ৩২টি ট্যাঙ্ক নিয়ে গঠিত রেজিমেন্টটি ফারুকের দায়িত্বেই ঢাকায় মোতায়েন করা হয়।

তথ্য সূত্র: একাত্তরের মুক্তিযুদ্ধ রক্তাক্ত মধ্য-আগস্ট ও ষড়যন্ত্রময় নভেম্বর [ কর্নেল শাফায়াত জামিল অব:]

SUMMARY

1495-1.png