বঙ্গবন্ধু শেখ মুজিব প্রায়ই দেশের প্রত্যন্ত অঞ্চলে বেড়াতে যেতেন। আর এই ভ্রমণের জন্য তিনি হেলিকপ্টারকেই পছন্দ করতেন। ফারুক প্রথমে মুজিবকে হেলিকপ্টারে মারার পরিকল্পনা করেছিল। স্কোয়াড্রন লীডার লিয়াকত তখন ফ্লাইট কন্ট্রোল অফিসার। ফারুক লিয়াকতকে অনুরোধ করেছিল যে, যখন মুজিবকে নিয়ে হেলিকপ্টার আকাশে উড়বে, তার আগেই ফারুক পিস্তলসহ হেলিকপ্টারে থাকবে। তারপর রেডিও যোগাযোগ বন্ধ করে দিয়ে মুজিবকে গুলি করে মারা হবে এবং মুজিবের লাশ সুবিধাজনক একটা নদীতে ছুঁড়ে ফেলে দেবে। তারপর তারা গন্তব্যস্থলের দিকে যেতে থাকবে যেন কিছুই ঘটেনি। ইতিমধ্যে ফারুক এবং অন্যানরা নিচে প্রয়োজনীয় ব্যবস্থা করবে।
ফারুক নিজেও শৌখিন পাইলট ছিল। মুজিবকে হত্যা করার জন্য এটাই সবচেয়ে সুবিধাজনক পরিকল্পনা বলে তার মনে হয়েছিল। কিন্তু তার এই পরিকল্পনা বাদ দিতে হয়েছিল।
তথ্য সূত্র: বাংলাদেশঃ রক্তের ঋণ [ অ্যান্থনি ম্যাসকারেনহাস ]