শাফায়াত জামিল
১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে , দেশে খুব শিগগিরই সামরিক অভ্যুথান ঘটতে যাচ্ছে , যার নেতৃত্বে অন্যান্যের মধ্যে মেজর রশিদও ( বঙ্গবন্ধু হত্যার অপর সহযোগী এবং ফারুকের ভায়রাভাই ) রয়েছে। ঢাকার ব্রিগেড কমান্ডার শাফায়াত জামিল রশিদকে ডেকে পাঠান। শাফায়াতের সঙ্গে অল্প কয়েকদিন আগেই রশিদের দেশের রাজনৈতিক সমস্যা নিয়ে আলোচনা হয়েছিল। শাফায়াত জামিল রশিদকে বলেন, তার নাম জড়িয়ে ঢাকায় একটি সম্ভাব্য অভ্যুথানের কথা শোনা যাচ্ছে। এ ব্যাপারে তার উপরে ব্যবস্থা গ্রহণ করা হবে।
রশিদ শাফায়াতকে বলে, যদি আমার উপর কোনো কিছু চাপানো হয় , তাহলে আপনাকেও আমি ছাড়বো না। আমি আপনাকে আমাদের দলনেতা বলে জড়িয়ে দেব। আমি বলব যে, আমি যা কিছু করেছি আপনার নির্দেশ অনুযায়ী করেছি। আমার কাছে প্রমাণও আছে। আমি বলব কিভাবে আপনি আমাকে ঢাকায় দ্বিতীয় ফিল্ড আর্টিলারিতে বদলি করে পুনঃস্থাপনের ব্যবস্থা করেছেন আপনার কাজের সুবিধার জন্য।শাফায়াত জামিল রশিদের হুমকির সার কথা মুহূর্তেই বুঝতে পেরেছিলেন এবং চুপ করে থাকাটাই নিরাপদ বলে ভেবেছিলেন।
দেখা যাচ্ছে, ১৫আগস্ট অভ্যূথান ঘটবে শাফায়াত জামিল জানতেন কিন্তু তিনি ছিলেন চুপ। একদম চুপ।
তথ্য সূত্র: বাংলাদেশঃ রক্তের ঋণ [ অ্যান্থনি ম্যাসকারেনহাস ]