বঙ্গবন্ধুর চট্টগ্রাম ম্যুরাল


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম রয়েছে এদেশের লাখো কোটি মানুষের হৃদয়ে। এবার তার অমর স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত দেশের সবচেয়ে বৃহত্তম ম্যুরালটি শিল্পরূপ পেয়েছে চট্টগ্রামে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্মিত এ ম্যুরালটির উচ্চতা ৪৬ ফুট। প্রস্থে ৩৩ ফুট। তিন রাস্তার মোড়ে ত্রিমাত্রিক কোণে স্থাপিত এ ম্যুরালটিতে ফুটিয়ে তোলা হয়েছে জনগণের অভিবাদন গ্রহণকারী জননেতা বঙ্গবন্ধুকে। কোটি টাকা ব্যয়ে এ ম্যুরালটি তৈরি করতে সময় লেগেছে ৬ মাস। নির্মাণকাজ শেষ করে এখন চলছে চুনকামের কাজ। 
এ প্রসঙ্গে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, 'চট্টগ্রাম থেকে ৬ দফার ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নির্দেশে এখান থেকে এসেছে মহান স্বাধীনতার ঘোষণাও। কিন্তু মুক্তিযুদ্ধের স্মৃতিধন্য এ নগরীতে নেই জাতির জনকের কোনো ম্যুরাল। তাই বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি সম্মান জানাতে এখানে দেশের সবচেয়ে বড় একটি ম্যুরাল তৈরির প্রস্তাবনা দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রীকে। তিনি সে প্রস্তাবে সম্মতি দিয়েছিলেন সানন্দে।' 

দেখা যায়, নগরীর কুয়াইশ পয়েন্টেই দাঁড়িয়ে আছে দৃষ্টিনন্দিত বঙ্গবন্ধুর সেই ম্যুরালটি। নগরীর এ পয়েন্টে আছে বঙ্গবন্ধুর তিনটি ম্যুরাল। সড়কের অক্সিজেন পয়েন্টে আছে বঙ্গবন্ধুর ত্রিমাত্রিক আরও তিনটি ম্যুরাল। নির্মাতা প্রতিষ্ঠান জেবি ইন্টারন্যাশনাল এরই মধ্যে ম্যুরালটির নির্মাণকাজ শেষ করেছে। এখন চলছে শেষ মুহূর্তের কাজ। সড়কটির নাম দেওয়া হয়েছে বঙ্গবন্ধু এভিনিউ। অক্সিজেন থেকে কুয়াইশ পর্যন্ত সড়কটি ছয় কিলোমিটার দীর্ঘ। এ সড়কের অক্সিজেন অংশে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধুর আবক্ষ ম্যুরালটি। আর কুয়াইশ অংশে নির্মাণ করা হয়েছে পূর্ণাঙ্গ ম্যুরাল। তিন প্রকৃতির ম্যুরালগুলোর প্রতিটির উচ্চতা ৪৬ ফুট। প্রস্থে ১১ ফুট। তিনটি মিলে ৪৬ ফুট বাই ৩৩ ফুটের ত্রিকোণ ক্যানভাস।


SUMMARY

142-1.jpg