শিশুদের জন্য তার ভালবাসা শিশুবেলা থেকেই প্রকাশ পেয়েছিল


অপু উকিল

শিশুকাল থেকেই বঙ্গবন্ধু যে নেতা হবেন সেটা আচরণের মধ্যেই বোঝা গিয়েছিল।  শিশু বেলার তার অনেক স্মৃতি রয়েছে। স্কুলে যখন যেতেন তখন থেকেই বঙ্গবন্ধু তার সহপাঠীদের বিভিন্ন ভাবে সহায়তা করতেন। যাদের গায়ে শার্ট ছিল না, তাদের কে নিজের শার্ট খুলে পড়িয়ে দিতেন। যারা দরিদ্র ছিল তাদেরকে বাড়ি থেকে খাবার নিয়ে খেতে দিতেন। তার মা তাকে এজন্য সহযোগিতা করতেন সব সময়। বৃষ্টির সময় বঙ্গবন্ধু নিজে ভিজে নিজের ছাতা অন্যদের দিতেন। তার বাড়ির পাশ দিয়ে যদি কোন অভুক্ত লোক যেত, তাকে ডেকে এনে তার মাকে বলতেন খাবার দিতে।

এ গুলো ছিল তার শিশু বেলার মহৎ কর্ম, যখন প্রাইমারি স্কুলে পড়তেন তখন। যখন একটু বড় হলেন তখনও তিনি সবার পাশে থেকে সহযোগিতা করতেন। শিশু বয়স থেকেই তিনি যে মানুষকে ভালবাসতেন, প্রতিটি মানুষ ভাল থাকুক, হাসিখুশি থাকুক এটাই শিশু বয়স থেকে তার চরিত্রে ফুটে উঠেছিল। পরবর্তীতে তিনি স্কুলের দাবি আদায়ের জন্য, অধিকার আদায়ের জন্য কৈশোরেই নেতৃত্ব দিয়েছিলেন। তার পরিবারও তাকে, বিশেষ করে তার মা তাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করতেন। শিশু হয়েও শিশুদের জন্য তার ভালবাসা শিশুবেলা থেকেই প্রকাশ পেয়েছিল। শিশুবেলা থেকেই   শিশুদের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা ছিল অফুরন্ত।

SUMMARY

1335-B3.jpg