শেখ জামাল


শেখ জামাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র ১৯৫৪ সালের ২৮ এপ্রিল তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামাল জন্মগ্রহন করেন। শেখ জামাল শাহিন স্কুল ঢাকা থেকে মেট্রিক এবং রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি গীটার বাজানোর উপর প্রশিক্ষন গ্রহন করেন এবং ক্রিকেট খেলায় পারদর্শী ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি পরিবারের অন্যান্য সদস্যদের সাথে বন্দী ছিলেন। এর মাঝেই তিনি পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন।ঢাকা কলেজে অধ্যায়নের সময়ে শেখ জামাল সামরিক প্রশিড়্গনে যুগোশস্নাভিয়া গমন করেন। তিনি যুগোশস্নাভিয়ার স্যান্ডহার্স সামরিক একাডেমী থেকে কমিশনলাভ করেন এবং পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। ১৯৭৫ সালের ১৭ই জুলাই তিনি ফুফাতো বোন পারভিন জামাল রোজির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

১৫ ই আগষ্ট ১৯৭৫ কালো রাত্রিতে বিপথগামী সেনাসদস্যের হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদতবরন কালে মাতা এবং দুই ভাই সহ শেখ জামাল শাহাদতবরন করেন।

SUMMARY

1296-1.jpg