শেখ রাসেল


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ই অক্টোবর তারিখে ঢাকায় জন্মগ্রহন করেন। শাহাদতবরনের সময়ে রাসেল ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল এ চতুর্থ শ্রেনীতে অধ্যায়নরত ছিলেন। রাসেল এর সাইকেল নিত্য সংগী। তিনি ছিলেন পিতার প্রতি বিশেষ অনুরক্ত। ১৫ই আগষ্ট প্রত্যুষে ঘাতকদের হাতে পরিবারের সকলে নিহত হলে রাসেল মায়ের কাছে যাবার জন্য আবদার করে। মায়ের মৃতদেহের কাছে গিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। এসময় তিনি চিৎকার করে হাসু আপা (শেখ হাসিনা) এর কাছে নিয়ে যাবার জন্য অনুরোধ করেন। কিছুক্ষন পরেই ঘাতকদের বুলেটের আঘাতে শাহাদতবরন করেন শেখ রাসেল।

SUMMARY

1295-1.jpg