মোশাররফ হোসেন ভূঞা:
নির্বাসন যদি দাও মহাকাশের ব্ল্যাকহোল
অথবা মারিয়ানা ট্রেঞ্চের তলদেশে
তিলে তিলে নিঃশেষ হতে হতে বলব
জনক আমার বঙ্গবন্ধু।
নির্বাসন যদি দাও সাহারা বা কালাহারি মরুদেশে
মাথার মগজ গলে গলে নির্গত হবে জানি
জ্বলে জ্বলে নিঃশেষ হতে হতে বলব
জনক আমার বঙ্গবন্ধু।
নির্বাসন যদি দাও শীতলতম অ্যান্টার্কটিকা
অথবা পাতাগোনিয়ান তুষার ভূমিতে
রক্তকণা জমে নিঃশেষ হতে হতে বলব
জনক আমার বঙ্গবন্ধু।
যদি ছুড়ে দাও ভিসুভিয়াসের জ্বালামুখে
অথবা জ্বলন্ত ক্রাকাটো অগ্নিগিরিতে
গলে গলে নিঃশেষ হতে হতে বলব
জনক আমার বঙ্গবন্ধু।