জয় বাংলা

 
দলিল মাহমুদ(আবির)

জয় বাংলা তুমি বাংলার আকাশে বাতাসে, 
তুমি মিশে আছো বাংলার প্রতিটি মানুষের  নিঃশ্বাসে।

আমদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন পেইজে লাইক দিন গ্রুপে যোগ দিন

জয় বাংলা তুমি বায়ান্নের ভাষা আন্দোলনে,
তুমি ভাষা শহীদের রক্তে-রঞ্জিত  রাজপথের প্রতীক।
 
জয় বাংলা তুমি ছয় দফা আন্দোলনের প্রতীক,
তুমি ঊনসত্তরের গণজোয়ারের সাক্ষী খানি।

জয় বাংলা তুমি সত্তরের নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ,
তুমিi বাংলার মানুষের প্রতিবাদী মনোভাব।

জয় বাংলা তুমি বঙ্গবন্ধুর আদর্শের প্রতীক,
তুমি বঙ্গবন্ধুর রক্তে আগুন ধরা ৭- ই মার্চের সে ভাষণ।

জয় বাংলা তুমি পঁচিশে মার্চের নির্মম গণহত্যার প্রতীক,
তুমি পাক-বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠা মুক্তিবাহিনীর প্রতীক।

জয় বাংলা তুমি বঙ্গবন্ধুর হৃদয়ের স্পন্দন, 
তুমি তার আদর্শে রচিত এই মাতৃভূমি খানি।
 
জয় বাংলা তুমি বাংলার স্বাধীনতার মূল মন্ত্র খানি।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।।।।

SUMMARY

1237-B1.jpg