জয় বাংলা জয় বঙ্গ বন্ধু


- মোঃ আমিনুল এহছান মোল্লা
কেউ কি আছো বলনি তাহা হৃদয় চি্ত্তে এনে ?
বলেছো সবাই পাকহায়েনা ওদের দোসরবিনে !
একই তাল- একই লয় -একই সুর  মেনে
তুলেছো শ্লোগান বীরচিত্তে মুক্তি যুদ্ধের সনে 
”জয় বাংলা”- ” জয় বঙ্গ বন্ধু” 
মন্ত্র ঐ হৃদয় গেঁথে এনেছো জয় ছিনে ।
দেখিনি কভু  শুনেছি আমি ৭ই মার্চের গানে
উত্তাল জন ঐ ছুটেছে তাঁরই ডাক শুনে ।
”জয় বাংলা” শক্তি নিয়ে ”বঙ্গ বন্ধুর” টানে
ত্যাজি হুঙ্কার আঙ্গুলি ঐ বজ্র কণ্ঠের বানে
অস্ত্র হাতে সমর তরী একাত্তুরের জনে
নাইবা দমে শত্রু ভয়ে বুক উঁচিয়ে রণে
আমজনতা সৈনিক যত ”বঙ্গ বন্ধুর” ঋণে
”জয় বাংলা”  সুর তোলে যুদ্ধ জয়ের বীণে
নৌকার পালে হাল ধরে দ্বিধাহিন মনে
তবে কেন আজকে তোরা উল্টো সুর বুঁনে ?
সেইদিন কিনা তোরাই গেয়ে
”জয় বাংলা” লয়ে ।
”বঙ্গ বন্ধুর” ডাক শুনে ঐ
পাক হানাদার ধেয়ে ।
অস্ত্র হাতে ভেদ ভুলে এনেছিস ”মা” জয়ে
কালের সাক্ষী ইতিহাস ঐ আমায় তাহা বলে
”জয় বাংলা” অমর সুর সমর নৌ পালে
অগ্নি শ্লোগান সত্য ধ্বণি জাগে কালে কালে
তোরাই কিনা গেছিস ভুলে সেইদিন একই ছিলে !
”জয় বাংলা”- ” জয় বঙ্গ বন্ধু” 
গাইতি শ্লোগান তুলে
আজকে কেন ক্ষমতা লোভে ওরে মায়ের ছেলে?
দিয়েছিস তুলে ”লাল-সবুজ” বিদ্রোহীদের কোলে!
গেছিস তোরা ক্ষমতা লোভে বীরের জাতি নুঁয়ে ।
কষ্টে পাওয়া রক্তে ঝরা সোনার বাংলা পেয়ে ।
আমরা আছি থাকব সবে মুক্তির শ্লোগান ধরে
ওদের ভ্রান্ত্র ওদের মিথ্যে যাবেই সত্যে পুড়ে ।
”জয় বাংলা”- ” জয় বঙ্গ বন্ধু” 
হারবে নাহি  জাগবে সদা লাল-সবুজে উড়ে ।

SUMMARY

1234-B2.jpg