বিন আরফান.
জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান,
ধুলোয় মিশে দেবনা যেতে
এদেশ থেকে নাম তোমার।
তুমি মনিষী মহাকৃর্তি
দেখালে একাত্তরে,
নবী-রসূল-সাহাবা বিহীন
এমন প্রতিভা দেখিনা আর
সারা বিশ্ব জুড়ে।
তোমার ডাকে ভাঙ্গল ঘুম
সমগ্র বাঙ্গালী জাতির,
উঁচু মাথা নিচু হল সেই
শত্রু পাক বাহিনীর।
স্বাধীনতার লাল সূর্য এনে
ঘোচালে তুমি আঁধার,
জান্নাতবাসী হও তুমি
কবুল কর হে পরোয়ার।
বিন আরফান.
জাতির জনক বঙ্গবন্ধু
শেখ মুজিবুর রহমান,
ধুলোয় মিশে দেবনা যেতে
এদেশ থেকে নাম তোমার।
তুমি মনিষী মহাকৃর্তি
দেখালে একাত্তরে,
নবী-রসূল-সাহাবা বিহীন
এমন প্রতিভা দেখিনা আর
...