তুমি ছিলে বলে আজ মুক্ত স্বাধীন বাংলার জনগণ
তুমি ছিলে বলে আজ গণতন্ত্র স্বক্রিয় স্বচ্ছল
তুমি ছিলে বলে আজ বহিরাগত নেই সংঘাত
তুমি ছিলে বলে আজ বিশ্ববাসী জানায় ধন্যবাদ
তুমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তুমি ছিলে বলে আজ পেয়েছি আমরা লাল সবুজ পতাকা
তুমি ছিলে বলে আজ পেয়েছি সাহস বলিতে সত্যকথা
তুমি ছিলে বলে আজ শক্তিশালী মানুষের অধিকার
তুমি ছিলে বলে আজ শিখেছি অন্যায় করিতে প্রতিবাদ
তুমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তুমি ছিলে বলে আজ বীর বাঙ্গালীরা ধরেছে নৌকার হাল
তুমি ছিলে বলে আজ পেয়েছি আমরা স্বাধীনতার সু-স্বাদ
তুমি ছিলে বলে আজ হতে চলেছে দেশটাই ডিজিটাল
তুমি ছিলে বলে আজ বিজয় তুমি ঘোষক স্বাধীনতার
তুমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
-সেনা হারুন