আগস্টের এক রাত


রবীন্দ্রনাথ অধিকারী

আগস্টের এক রাত

সে রাতে অন্ধকার ঢেকেছিল একাদশী চাঁদ

সে রাতে সারাক্ষণ শোক-সাহারা

আকাশের সিঁড়ি ভেঙে নেমেছিলো শ্রাবণের ধারা

সে রাত নজরবন্দি অন্ধকার রাত

ছিল না পাখিদের কলকাকলি, শুধু নিঃশব্দ রক্ত প্রপাত

বিষণœ বিহ্বলতায় আকাশে ও সমতলে

দেশ ভেসেছিলো রক্তের নোনা জলে,

পথের পাথরে ফেলে বিষ কালনাগ

কাল রাতের ভোর অবিচল বিছিয়ে দেয় রক্তের দাগ

আকাশের নীল গালে মুখ ঘষে একাদশী চাঁদ

অন্ধকার রাত নামে আগস্টের রাতÑ

সে রাতে নির্মমতা পৈশাচিক

জাতির ভরা বুকে হাঁটে দিগি¦দিক

স্বপ্ন বৃক্ষের চারা মাটির গভীরে মাথা ঠোকে

অপ্রসন্ন বাঙালি কণ্ঠে কাল শোকে মহাশোকে!

SUMMARY

1215-3.jpg