মহিবুর রহমান মিহির
ধবল জোছনা রাতের গভীরে নিঝুম স্তব্ধতা
ভেঙে কৃতঘœ পাষ- তুমি সীমারের মতন তটস্থ পায়ে
পালাচ্ছো কোথায়? শ্রাবণের নির্মেঘ আকাশে সহসাই
একঝাঁক কালো দাঁড়কাক ডেকে ওঠে কর্কশ স্বরে
তোমার বিকট পদভারে ভয়ানক ঢেউ তোলে অন্ধকার
সমুদ্রেরা ঘুমে থাকা শহর ঢাকায়।
জামার আস্তিনখানি কী বিশুদ্ধ রক্তে ভিজিয়ে
নাৎসি বাহিনীর মতো কপট উল্লাসে কোথায় যাচ্ছো
ঘাতক? আঁতুর ঘরে ধুপ-গন্ধ আর কাঠের অঙ্গার
পোড়া ছাই বেমালুম ভুলে? মদিরা-বেহুঁশ
পড়ে থেকে কিছুকাল পোষা কুকুরের মতো করেছো চামুন্ডাগিরি।
অবশেষে পড়ে গেছো ধরা। প্রবল আক্রোশে ক্ষুব্ধ জনতা, বিক্ষুব্ধ প্রবাসী
ট্রাইব্যুনালের রায়, পিতৃ হন্তা ঘাতকের
মৃত্যুর পরওয়ানা।