আশিক সালাম
একটি আঙুল ছিঁড়ে আনে দীপ্র সূর্যের মহিমা
একটি আঙুল রাত্রিপথে অনির্বাণ বাতিস্তম্ভ
অস্থির জাহাজে নীল মাস্তুলের তুমুল উত্থান
গহিন সমুদ্রে রেডিয়মজ্বলা কম্পাসের কাঁটা
উত্তর-আকাশে ফিনকি দেয়া নক্ষত্রের লাল চোখ
উত্তোলিত উলঙ্গ আঙুল
ধ্রুপদী মুদ্রায় নাচে ভোরের শালিক
রাত্রির জানালা খোলে সুতীক্ষè টঙ্কারে
কাঁটাতার কার্ফ্যু ব্যারিকেড নুয়ে পড়ে
আনড় আঙুলে
দুর্বৃত্ত আঁধার চিরে শৈল্পিক আঙুল
এঁকে দেয় মানচিত্রÑনিজস্ব নীলিমাÑ
প্রাগৈতিহাসিক অন্ধকার ফুঁড়ে জেগে ওঠা চর
রোদেলা হলুদ সর্ষেমাঠ আমাদের
স্বপ্নময় উজ্জ্বল ঠিকানা
একটি আঙুল তিমির-হননে লাল সিগন্যাল
একটি আঙুল অনিদ্র সত্তার বাক্সময় অক্ষর
একটি আঙুল তুখোড় তারুণ্যে সুতীব্র সুন্দর
স্পর্ধিত লাবণ্যে ঊর্ধ্বমুখী পান্থপাদপের চুড়ো
মুক্তির লড়াইয়ে গেরিলার হাতে উদ্যত সঙিন
মেঘের জংশনে জ্বলে ওঠা হিরণ্ময় বিদ্যুলতা
জ্যোতির্ময় দ্যোতনায় দৃপ্ত সেই তুরীয় আঙুল