ফারুক মাহমুদ
পুড়ে পুড়ে উড়ে যায় শতবর্ষী কয়লা-সময়
পাখি যায় পুষ্প যায় পাথরের সর্ব অঙ্গে ক্ষয়
যে-ছিল সবুজ ঘ্রাণে স্বর্ণসুখে দীর্ঘ প্রকরণ
প্রকৃতির পৃষ্ঠাজুড়ে লেখা আছে শুভ জন্মক্ষণ
কোনো এক দুঃখদিনে দগ্ধরেখা হয়েছে প্রকট
মুছে গেছে মরুচিহ্ন বালিয়াড়ি গিরিগাত্রতট
সময় বয়স্ক হলে পড়ে থাকে ব্যর্থ সমর্পণ
মৃত্যুতে হয় না শেষ কোনো কোনো প্রখর জীবন
-