মারুফ রায়হান
কখনো গিয়েছ তুমি টুঙ্গিপাড়া, ছবির মতন সেই গ্রামে?
পাখিদের গানের ভেতর দিয়ে ধীরে ধীরে ভোর-ফোটা সেই গ্রাম
জ্যোৎস্নার আঁচলে মাথা রেখে ঘুম-যাওয়া সেই গ্রাম
সবুজে সবুজে মোড়া, ছায়ায় মায়ায় স্নিগ্ধ অপরূপ তার মুখ
যাবে না আলাদা করা তাকে বাংলার হাজারটা গ্রাম থেকে
তবু তার নামের ওপরে চুমু খায় বাংলার মাটি
বন্দনাসঙ্গীত গায় বাংলার বায়ু, আর
শ্রদ্ধায় কুর্নিশ করে দেখ আজ রাষ্ট্রের মাথারা
আর এই রাষ্ট্র একদিন তোমার ছিল না
তোমার আকাশ
তোমার স্বদেশ
তোমার ছিল না
তোমার পতাকা ব’লে মানচিত্র ব’লে কিছুই ছিল না
টুঙ্গিপাড়ার গর্ভ থেকে উঠে আসা একজন মহান বাঙালী
তোমাদের দিয়েছেন এইসব উপহার
সে এক সময় ছিলÑ তাঁর বজ্র আহ্বানে
জেগে উঠেছিল সাড়ে সাত কোটি বাঙালী
তুমি তাঁকে চেনো? কখনো দেখনি তাঁকে?
পঁচাত্তর-উত্তর প্রজন্ম তুমি
সুকান্ত-কথিত আঠারোর আগুনে দাঁড়ানো মৃৃত্যুঞ্জয়ী সাহসী সন্তান
বাঙালীর তীর্থভূমি টুঙ্গিপাড়া যাও, বাংলার নাড়ি ছুঁয়ে আসো
অভিবাদন জানাও তাঁকে, পিতাকে; দাঁড়াও বুক টান ক’রে
পিতৃহননের বদলা নেবে না?