বাংলার প্রমিথিউস


রুবি রহমান

ও প্রিয় প্রমিথিউস, একবার দেখে যাও তুমি

ঘরময় বাক্স প্যাটরা তল্পিতল্পা হুলস্থূল করে বসে আছি।

এ শহরে কোনো গৃহে দুয়ারে প্রস্তুত নেই গাড়ি

আজীবন অপ্রস্তুত বসে আছি অনন্ত সময়

অনাদি অনন্তকাল জানি না গন্তব্য কোন্ দিকে

দিকচিহ্নহীন দেশে হুলস্থূল হয়ে বসে আছি।

জানলায় ওড়ে না নীল পর্দা, ঘরে পুষ্পাধার নেই

ল-ভ- হয়ে যাচ্ছে স্বপ্ন শোভা লাবণ্য প্রতিভা।

ও প্রিয় প্রমিথিউস, একবার বলে যাও তুমি

যে অগ্নি ছিনিয়ে তুমি এনেছিলে এই বন্দি দেশে

তার একটি স্ফুলিঙ্গও ঘোচাবে না এই দুঃশাসন?

যৌবনকালের মতো পুষ্পিত স্বাধীনতাকাল

নিষ্ফলা বয়ে যাচ্ছে বড় দীর্ঘ দিন

মানুষেরা তন্ত্র মানে, মন্ত্রগুপ্তি জানে

আলোকের পেছনে যে-আধুনিক অন্ধকার তার

মন্ত্রতন্ত্র মানুষের জেনে রাখা ভালো।

হে মুগ্ধ প্রমিথিউস, তুমি তার কিছু বোঝ নাই

তুমি শুধু ভালোবাসা নিয়ে ছিলে

সবুজ সারল্য নিয়ে ছিলে;

মানুষের সমাজের ষড়যন্ত্র মেনে

শিশু ও অগ্নির নিরাপত্তা তুমি রক্ষা করো নাই।

ও প্রমিথিউস, তবু বলে দাও তুমি

এই যে ভিটেমাটি স্বাধীনতা

সব ছত্রখান হয়ে হুলস্থূল হয়ে বসে আছি

কেন আছি? কেন ল-ভ- বসে আছি?

যে অগ্নি একদিন তুমি ছিনিয়ে এনেছো।

প্রতিটি স্ফুলিঙ্গে তার জ্বলে উঠবার গূঢ় মন্ত্রগুপ্তি দাও;

কৃপণ হৃদয় নিয়ে ঘাড় গুঁজে বসে আছে বামন সময়

তোমার মতন তাকে দীর্ঘকায় করো,


 
তাকে হৃদয়বত্তার উত্তরাধিকার দাও।

SUMMARY

1208-2.jpg