সাযযাদ কাদির
তখন তো একাত্তর
রক্তে ও অশ্রুতে ভাসা
ছুড়ে ফেলে সব কিছু
তর্কে-তত্ত্বে ঠাসা
আমাদের সকলের সে সময়
এক দেশ এক ভাষা
আর তুমি একমাত্র
আলো আর আশা।
আমরা এগিয়ে যাই ভালবাসা-প্রেম নিয়ে
ফেলে যাই দ্বন্দ্ব-বিভাজন
তোমার প্রজ্ঞা, শক্তি-তোমার সে নির্দেশ
জাগরুক থাকে প্রতিক্ষণ
তাই কি স্বতঃস্ফূর্ততায় হয়ে ওঠে
ঘর মানে দুর্গ, হাত মানে হাতিয়ার
আর বাংলা মানে রণাঙ্গন
একাত্তরে সে সময়
উদ্যত সঙ্গীনের নিচে জীবন
কখন কি হয়!
তখন তো আশা তুমি, ভরসা তুমি,
সূর্য তুমি একমাত্র
তাই তো বিদীর্ণ করে কাল অমারাত্র
এসেছ তুমি উদার অভ্যুদয়
তুমি বাংলা, তুমি জয়।
১১.০৮.২০১৫