মুজিববরণ

মুহম্মদ নূরুল হুদা

বাংলা নামের বাগান জোড়া হাজার বরণ ফুল

সব বরণ আজ একক বরণ, মুজিববরণ ফুল ॥

যে ফুল ফোটে সে ফুল ঝরে

এই দুনিয়ার রীতি,

আজকে যে ফুল গন্ধমাতাল

কালকে সে ফুল স্মৃতি,

মুজিববরণ ফুটতে জানে, ঝরতে জানে না-

আবহমান বাংলা মায়ের এ ফুল কানের দুল ॥

পদ্মাপারের মানববোঁটায় এ ফুল ফুটেছে

আকাশপানে দলগুলো সব ডানা মেলেছে।

দিনের পরে দিন চলে যায়

সুবাস বাড়ে তার,

এই কুসুমে গাঁথা মালা

জাতির গলার হায়,

মুজিববরণ জিততে জানে, হারতে জানে না-

বাঙালি আজ মুজিববরণ, মুজিব জাতির মূল।

ইতিহাসের বদলা

তোমার বুকে

ছুড়লো গুলি যারা

জানলো না, হায়, তারা

ইতিহাসকে হত্যা করা

যায় না সহজে,

ইতিহাসও বদলা নেবে

আপন গরজে।

তোমার বিশাল মুখটা এখন

ইতিহাসের মুখ,

পদ্ম পলাশ শাপলা শালুক

সেই মুখে উন্মুখ।

ব্যাপ্ত তোমার বুকটাও আজ

লালসবুজের দেশ,

দুচোখ তোমার উদার আকাশ

হৃদয় বাংলাদেশ।

রূপবদলের এমন খেলা

জানে না তো খুনী

জানে কেবল সত্যদ্রষ্টা

যিসাস, শাক্যমুনি।

খুনী যাবে আস্তাকুঁড়ে

এইতো ইতিহাস,

পিতা, তোমার স্বদেশ জুড়ে

আসছে মধুমাস।

রক্তে তোমার উঠছে ফুঁসে

বঙ্গোপসাগর,

ঘূর্ণিস্রোতে উঠলো গড়ে

পদ্মপলির চর।

তোমার পথেই হাসছে এবার

দিনবদলের পালা

পিতার গলায় সন্তানেরা

পরায় বিজয় মালা।

SUMMARY

1206-3.jpg