মুহম্মদ নূরুল হুদা
অনাদিকালের গভীরতম গভীরতা থেকে
অনাগতকালের শীর্ষতম চূড়ায়
না ছায়াধারী না কায়াধারী
গৌর-অগৌর বর্ণাবর্ণের আলোকহাড়ে গড়া
সুজলাসুফলাশস্য শ্যামলা
বর্শাবল্লমহলসমুদ্যত
এই স্তম্ভ;
এই স্তম্ভ
বাঙালির উৎস
বাঙালির বিকাশ,
এই স্তম্ভ
বাঙালির ঐক্য,
বাঙালির জয়,
জয় বাংলার জয়;
এই স্তম্ভ
বঙ্গজনকের হাত থেকে চিরউড্ডীন জোড়া পায়রা,
বঙ্গমাতার গরাদ-আঁচলে রক্তরং গঙ্গাপাড়,
বঙ্গকন্যার হাতে প্রজ্বলিত হোমশিখা
বঙ্গপুত্রের অবিনাশী বজ্রহুঙ্কার
এই স্তম্ভ
বাঙালির বুকে বুকে মানসমিনার
জনকের তর্জনী, মুজিবমিনার।
১১.৩.৯৭