পনেরো আগস্ট


– লুৎফুল হোসেন

মুঠিতে তোমার অবাক আগুন
আঙুল যাদুর কাঠি
তোমার ভাষণে কোটি জনতাকে
দুঃখেও দিয়েছো হাসি
শব্দে শব্দে মন্ত্রমুগ্ধ
বিপ্লবী চেতনার বাঁশি

তোমার জন্যে হন্যে ছুটেছে
কোটি জনতার স্রোত
তোমার কণ্ঠে বেঁধেছে বাংলা
মুক্তি সেনার ক্রোধ
যার যা কিছু আছে তা নিয়েই সে
রুখে দাঁড়াবার বোধ

যে মাটিতে নিত্য ছুটেছো তেজে
মিছিলে হেটেছো ঋজু
দল বেঁধে প্রতিরোধে দেশ জুড়ে
সাহসে বেঁধেছো বাজু
যেইখানে চাষা শ্রমিক মজুরে
তোমাকে দিয়েছে ভোট
নিজ অধিকার বাঁচাবেই বলে
জান্তা রুখতে একজোট

সেই দেশে যারা স্বাধীন মাটিতে
তোমাকে ছুঁড়েছে গুলি
তোমার উপর ক্রোধটা মেটাতে
স্ত্রী সন্তান পৌত্র
সবার শরীরে বিঁধিয়ে দিয়েছে
ঘৃণ্য তপ্ত শীশা
তাদের তুমি বিলিয়েছিলে স্নেহে –
অকাতর ভালোবাসা

সেইসব ভুল অর্বাচিনের
বিভ্রমের মাশুল
পালকের মতো ডানা থেকে খুলে
বেদনা ঝরানো উন্মুল
দিনের পিঠে জুড়ে দিয়েছে সেই ক্ষত
রক্ত যেখানে ঝরছ অবিরত
তোমার স্মৃতি রক্তমাখা পাঞ্জাবি
বোধের এপিটাফ, বুকে বাঁধানো ছবি

পনেরো আগস্ট আমার দেশের
শোক ও ভ্রমের গান
লাল সবুজের পতাকা উঁচিয়ে
মাথা করে রাখা টান
উচ্চকিত কণ্ঠে, তীব্র আবেগে, চিৎকারে,
পিতাকে জানানো সম্মান

১৫ আগস্ট ২০১৮

SUMMARY

1197-1.png