– সাগর লোহানী
বাঁশ ঝাড়ের আড়াল থেকে
থোকায় থোকায় জোনাক
যখন শিয়রে ঘুম ভাঙানীয়া গান শোনায়
তখন কি তোমার মনে পড়ে মায়ের কথা?
প্রখর রোদের দুপুরে সেই সেদিনের কথা কি মনে পড়ে
যখন অল্প ক’জন মানুষ
৫৭০ সাবানে তোমায়
৮ কোটি মানুষের ভালোবাসার লোবানে ভাসিয়েছিল?
সেই লোকটিকে তোমার মনে আছে
দিগ্বিদিক জ্ঞানশূন্য ছুটতে ছুটতে
রেডক্রস থেকে এনেছিল মোটা পাড়ের শাড়ী
তোমায় ঢেঁকে দিয়েছিল সফেদ শাড়ীতে?
তোমার কি মনে পড়ে ক্রন্দসী সেই নারীর মুখ
বাড়ীর চৌহদ্দির বাইরে দাঁড়িয়ে যে
তোমাকে শেষ বারের মত দেখবার আকুলতায়
পিশাচ হৃদয়েও ফাটল ধরিয়েছিল?
আচ্ছা নেতা, সত্যি করে বলবে
তোমার কি মনে আছে তাদের কথা
যারা তোমায় সিঁড়িতে রক্তাপ্লুত ফেলে রেখে
ছুটে গেছিল বঙ্গভবনে,মুজিবকোট ছুঁড়ে ফেলে?
আমি জানি
আমি নির্দ্বিধায় বলতে পারি
তোমার সব মনে আছে
তুমি তো ভোলো না কিছুই
যেমন করে মনে রাখতে
তোমার প্রতিটা কর্মীর নাম!
তোমার অজানা নেই আরও অনেক কিছুই
৮ কোটি মানুষের সেদিনের বোবা কান্না
রাস্তার পিচ কেটে ছুটে বেড়ানো ট্যাংক
সঙ্গীন উঁচিয়ে কালো কাপড়ের হায়েনা উল্লাস
মুহুর্মুহু বেতারে হুকুম-হুমকি-ধমক,
তোমায় হারিয়ে হতবিহ্বল মানুষ
ক্রোধ, ক্ষোভ, ঘৃণায় ফেটে পড়তে পারেনি
কেন তা তুমি জান।
সেদিন মায়ের জঠরে, মায়ের শাড়ীর আঁচলে
তোমায় ঢেকে দিয়েছিল যাঁরা
তাঁরা আজও বেঁচে আছে
তাঁরা আজও অপেক্ষায় আছে
গভীর বিশ্বাসে আজও চেয়ে আছে দিগন্তে ……
আবার একদিন মুজিব আসিবে বাংলায়
আবার একদিন মুজিব কাল পূর্ণিমায় দিবে হাঁক
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম’।
আগস্ট ১৫, ২০১৪