স্ফুলিঙ্গ


– হিমু অধিকারী

তোমাকে খুন ক’রে উল্লাসে মেতে
তোমারই মাটিতে দাঁড়িয়ে হিসাব চেয়েছিল
পাকি বন্দনার নব্য রাজাকারের দল,
বিজিতের সাথে বিজয়ীর সে কী ঢলাঢলি-গলাগলি।
হায়, কী নিষ্ঠুর কতিপয় তোমারই বিশ্বস্ত অনুচর!

তবুও তুমি বঙ্গবন্ধু
মৃত্যুকে জয় করা
বাংলায় বিরাজিত মানবতার স্ফুলিঙ্গ
কোটি হৃদয়ের কান্ডারী,
তাইতো তোমার স্মৃতিময় সেই কবিতা
সুরের মূর্ছনায় দিকভ্রান্ত যোদ্ধাকে
ফিরিয়ে দিয়েছে একাত্তরের বারুদ,
এখনও চোখে জল, বুকে সাহস নিয়ে জয়োল্লাসে
দিগন্ত প্রকম্পিত ক’রে তারা গেয়ে চলে
মুক্তির চেতনায় – জয় বাংলা, বাংলার জয়।

SUMMARY

1194-1.png