-মহসীন মন্টু
[নিহত জনক এগামেমনান কবরে শায়িত আজ
— শামসুর রাহমান]
আমি পাহাড় বিলীন হতে দেখেছি ।
বনানী, জনপদ, নদী, আর সংহারিত হৃদয় দেখেছি ।
সাগর দেখিনি ।
নগর, মানবিক সভ্যতার বিনাশ দেখেছি ।
মাথায় শ্বেত শুভ্র মুকুট , আমি সেই সুউচ্চ পর্বত ,
কোটি বছরের আয়ুষ্মান ।
পাখীদের গান, ফুল আর প্রজাপতির নম্র নৃত্যে অবগাহন করেছি ।
পদ্ম বিলে বকেদের খড় কুটো ভালোবাসা দেখেছি ।
নির্বান্ধব দালানের কোটরে চড়ুই আর শালিকের আগমন প্রস্থান দেখেছি ।
সুবোধ আয়েশি বেড়ালের থাবায় যূথবদ্ধ সংসারে যুযুধান সংহনন দেখেছি ।
জটিল কুটিল জীবনের মানুষের সংঘাত সংহতি দেখেছি ।
অবশেষে সাগর দেখিলাম ।
উত্তাল ফুঁসে উঠা গর্জন !
বক্ষদেশে আগ্নেয়গিরি!
আমি সাগরের বিলীনতা দেখিনি ।
সমুদ্রের কোন বিলীনতা নেই ।
বিধৌত মৃত্তিকায় রাশি মলিনতা বুকে; তবু নতজানু মলিনতা নেই ।
সাগরের বিলীনতা সাগরেই , সমুদ্রের কোন ভাঙন নেই ।
আছে শুধু রাশি রাশি আগ্রাসি ভালবাসা।
আর গাহনের উল্লাসে আদমের ভুল করে ভেসে যাওয়া ।