রক্তের গম্বুজ


– হাবীবুল্লাহ সিরাজী

তর্জনী তুলতেই
আকাশ আমাদের হ’য়ে গেলো
পা ফেলতেই
চৌহদ্দি নির্দিষ্ট হ’য়ে গেলো
এবং তাকাতেই
প্রবাহিত হ’তে থাকলো নদী
তাঁর কণ্ঠস্বরে সূর্য ও সবুজ এক হ’লো :
‘আমার সোনার বাংলা…’

স্বপ্ন ডাক দিয়েছিলো টুঙ্গিপাড়ায়।
সাতচল্লিশে বনে-বনে বাঘ
বাহান্নোর কুমির ভেসে যায় ভাটায়
সুন্দরী কাঠের নাও পাল তুলতেই
পদ্মা-যমুনা মেশে বঙ্গোপসাগরে
ছেষট্টি ফরফর ওড়ে, চৌচির মাটি —
ঊনসত্তর পোড়ে, মচ্মচে বুটে ও চক্চকে বেয়োনেটে
সত্তর পার হয় সাহসে
একাত্তরে কলস উপুড়
রক্ত ও ক্রোধের মধ্যে পাঁক ও ঘৃণা :
‘শুয়োরগুলো খেদা !’

বত্রিশ নম্বর এখন রক্তের গম্বুজ
তার চূড়ায় মূল দলিল, নকশা আর পর্চা…

SUMMARY

1191-1.png