‘শেখ মুজিব’


 ফয়সাল হাবিব সানি

তোমার কৃত্য, চির সত্য অক্ষয় তোমার সৃষ্টি
তুমি এক শাণিত বর্শা, অগ্নিঝরা বৃষ্টি......
হাজার বছরের শ্রেষ্ঠ তুমি, রক্তে চির অম্লান
হে, বঙ্গবীর! উদ্ধত শির শেখ মুজিবুর রহমান।

এনেছিলে তুমি, হেনেছিলে তুমি বিশ্বে বজ্রস্বর......
তোমার ডাকে হয়েছিলো সেঁদিন বাংলাদেশের ভোর।
রাত পোহালো, সকাল হলো গগণে উঠলো রবি;
হতাশার বক্ষে তুমি প্রদীপ্ত শিখা, যুগের শ্রেষ্ঠ কবি।
হে, কবি! দিয়েছো সবই লঙ্ঘিছো মৃত্যুপ্রাণ;
তাইতো তুমি শ্রেষ্ঠ আজ, শেখ মুজিবুর রহমান।

তোমার ডাকে ঘুম ভাঙে আজও, জেগে উঠে বঙ্গরাজ!
জাগো, জাগো, আরও জাগো জাগারই সময় আজ।

ফয়সাল হাবিব সানি
তরুণ কবি ও সাহিত্যিক, বাংলাদেশ।
অমর একুশে গ্রন্থমেলা-২০১৬'- তে প্রকাশিত দদাবানল' কাব্যগ্রন্থের রচয়িতা।

SUMMARY

1189-1.png