-আব্দুল মোমিন
শেখ মুজিব মানে-
স্বপ্ন ছোয়া নীল ক্রন্দসীর নিশামণি,
শেখ মুজিব মানে-
স্বাধীনতা সোনার বাংলাদেশ।
শেখ মুজিব মানে-
অর্ণবের মতো স্বাধীনতার পরশমণি,
দিবস উদ্দীপিত, যামবতী আলোকহীনতার বাতি,
পূর্ণিমা যামবতীর জ্যোৎ¯œা মুজিব
যতদিন থাাকবে এই বাংলা,
ততদিন থাকবে সবার মুখে হাসি ।
সাত নীলিমার অমৃতলোক মুজিব
সকালে আদিত্যের অগ্নিপ্রভা,
পূর্ণিমা যামবতীর জ্যোৎ¯œা মুজিব
সবার মুখে হাসির অগ্নিপ্রভা।
শেখ মুজিব মানে-
কৃষকের অধিকার,
সবার স্বাধীনতার প্রাণ,
সাম্যের প্রথম সূচনা ,
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী,
আমাদের শেখ মুজিবুর রহমান ।
শেখ মুজিব মানে-
কৃষকের বাকস্বাধীনতা, শ্রমিকের হাসি,
স্বপ্ন সত্যির মধুর স্মৃতি
সর্বদিবস,সর্বযামবতী সবসময় ধরে
আলোকহীনতার অগ্নিপ্রভার বাতি ।
শেখ মুজিব মানে-
স্বাধীনতার শ্রেষ্টমহাবাণী।
শেখ মুজিব মানে-
তোমার আমার সুখের মধুর হাসি ,
স্বপ্নের মাধ্যমে দেখছি যা
তা বাস্তবে করতে পারি ।
শেখ মজিব মানে-
মাছের সাথে করতে পারি খেলা ,
অর্নবে মহাতরঙ্গের মাঝে
কাটতে পারি সাঁতার ।
শেখ মুজিব মানে-
ভালোবাসার প্রথম সূচনা ,
স্বপ্ন স্মৃতির মধুর হাসি,
তোমার আমার ভালোবাসা ।
শেখ মুজিব মানে-
কষ্টের মাধ্যমে সর্বসুখের ধারা ,
মনে হয় কোন দু:খ নেই,
আছে সুখের ধারা ।
সাত নীলিমার অমৃতলোক মুজিব
সবার মুখে হাসি,
দু-মুঠো অন্ন খেতে পারি
সুন্দর ভাবে বস্ত্র পরতে পারি ।
শেখ মুজিব মানে-
বিপ্লবের হোমাগ্নি
সবার স্বধীনতার প্রাণ।
হাসি মুখে থাকতে পারি
বাংলার মানুষ সবাই আমরা আজ,
শেখ মুজিব মানে-
স্বাধীন ভাবে করতে পারি লেখাপড়া ,
স্বপ্ন স্মৃতি করতে পারি ,
বাস্তবে সর্বধারণা ।
শেখ মুজিব মানে-
সবার সাথে করতে পারি খেলা ,
স্বাধীনতার শ্রেষ্ট মুজিব
আমাদের দিয়েছে সুখের ধারা ।
শেখ মুজিব মানে
সবুজ শ্যামল সোনার বাংলাদেশ,
স্বাধীনতার মধুর মণি
আমাদের সোনার বাংলাদেশ ।
শেখ মুজিব মানে-
সবার বাক স্বাধীনতা,
উন্নতির অগ্রগতিতে আমাদের সোনার বাংলাদেশ।