ভালবাসার শেখ মুজিব


মোঃ তারিকুল ইসলাম তারিক

আমি আওয়ামীলীগার নই!
তুবুও ভালবাসি শেখ মুজিব তোমায়।
আমি কোন দলের নেতা; কর্মী নই!
তুবুও ভালবাসি শেখ মুজিব তোমায়।

আর শুনিনা বজ্রকন্ঠ, আর দেখিনা দেশের মাথায় পরম মমতার হাত। 
কেউ বলেনা দরাজগলাই, দেশ থেকে কেটে যাক অমানিশার রাত।

আমি আওয়ামীলীগার নই!
তুবুও ভালবাসি শেখ মুজিব তোমায়।
আমি কোন দলের নেতা; কর্মী নই!
তুবুও ভালবাসি শেখ মুজিব তোমায়।

"বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ শান্তি চায়", তোমার মতো চাইতে পারে এমন নেতা নায়, 
তাইতো ভালোবাসি শেখ মুজিব তোমায়।

দেশর কথা ভাবতে পারে, 
দেশের জন্য কাদতে পারে,
তোমার মতো এমন নেতা খুজে পাওয়া দায়,
তাইতো ভালবাসি শেখ মুজিব তোমায়।

"আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, আমি বাংলার মানুষের মুক্তি চাই "
তোমার মতো আস্থাভাজন আরতো এখন নায়,
তাইতো ভালবাসি শেখ মুজিব তোমায়।

"রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবে এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ্"।
রক্ত নেবার নেতা আছে; দেবার নেতা নায়,
তাইতো ভালবাসি শেখ মুজিব তোমায়।

"আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভায়ের রক্তে রন্জিত হয়েছে,
আজ বাংলার মানুষ মানুষ মুক্তি চায়; বাংলার মানুষ বাচতে চায় "।
এমন করে মিনতি করার কোথাও তো কেউ নায়,
তাইতো ভালবাসি শেখ মুজিব তোমায়।

"২৩ বছরের করুন ইতিহাস; বাংলার মানুষ কে অত্যাচারের ইতিহাস, বাংলার মানুষের রক্তের ইতিহাস, ২৩ বছরের ইতিহাস মুমূর্ষু নর নারীর আর্তনাদের ইতিহাস"।
এমন করে আকুতি করার কোথাও তো কেউ নায়।
তাইতো ভালবাসি শেখ মুজিব তোমায়।

ইচ্ছা করে মুজিব তেমায় আবার ফিরে পাই;
যদিও জানি ফিরে পাবার কোন উপায় নায়;
তবুও ইচ্ছা করে মুজিব তোমায় কারো মাঝে পাই,
তাইতো ভালবাসি শেখ মুজিব তোমায়।

SUMMARY

1184-1.jpg