শেখ মুজিবুর

-দীপক রবিদাস

মোরা বাংলাদেশী একথা আজ বড়ই গৌরবময়

বিশ্ব বুকে মাথা তুলে দাঁড়িয়েছি মনে হয়।

এরই জন্য সয়েছেন মুজিব কত যে যন্ত্রণা

এ বাংলাদেশ কোনদিন ও ভূলতে পারবে না।

একাত্তরে হামলা যখন দেয় পাকিস্তানী

মুজিব গড়েন সারাদেশে মুক্তিবাহিনী।

রেসকোর্স মাঠে ভাষনে বলেন কভূ হারবোনা

আমরা বেচেঁ না থাকলেও তাদের ছাড়বোনা।

তোমরা হাতে হাতে অস্ত্রধর বাংলাদেশ স্বাধীন কর

সত্যের চেয়ে মিথ্যা যেন কভূ না হয় বড়।

যার যার ঘরে যা আছে তাহাই নিয়ে হাতে

মরতে হলে মরবো তবু লড়বো একই সাথে।

রক্ত যখন দিয়েছি মোরা রক্ত আরো দেব

তবু মোরা এ দেশ টাকে মুক্ত করে ছাড়বো।

জীবন দিয়ে প্রমান করবো মোরা বাংলাদেশী

প্রানের চেয়ে এদেশ টাকে বেশী ভালোবাসি।

আমি দীপক খুজতে খুজতে কত না দিনের পরে

দেখি তোমার ছবি আঁকছে হাজারো মানুষ ঘিরে।

একই সাথে বলছে সবার মুখে একই সূর

সর্বশ্রেষ্ঠ বাঙালী তুমি শেখ মুজিবুর।

SUMMARY

1182-1.png