মুজিবের বজ্র ধ্বনি


এইচ. এম. মাইনুল ইসলাম (টিটু)

শেখ মুজিবের বজ্র ধ্বনি নিয়ে,
মোরা বাঙ্গালীর শ্রেষ্ঠ কবি
নীরব এই পৃথিবী থেকে পূর্ন উন্নাত্ত গেছে চলি......
এখন থেকে জীবন মায়া করে নাও ত্যাগ,
সবখানে শোনা যায় পাকিস্তানি বানী গুলো সব।

আমরা হলাম বাঙ্গালী শ্রেষ্ঠ জাতি,
তবে কেন? দিতে হয় সাধারন মানুষের প্রানগুলি।
ওরে .......বাঙ্গালী জাতি তোলনা এক হুংকার,
গর্জে ওঠো বাঘের মতো এক বার।

কবির যখন ঘুম ভেঙ্গে যায় শীতের সকালং,
মুজিব ছন্দ নিয়ে ফিরে আসে কবির মাঝে।
তখন কবির কন্ঠে শোনা যায় ..........
“মার্চে যখন বাংলা জুড়ে স্বাধীনতার ডাক,
মুজিব আসলে, দেশটি নুতন জীবন ফিরে পাক।”
শত শত আন্দোলন পেরিয়ে,
কত বাদা বিপত্তি এরিয়ে।

রেসকোর্সে কোটি কোটি জনতার সামনে দাড়িয়ে,
তুমি আঠের মিনিটের ভাষন খানি শুনালে জাতিকে........
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম”

SUMMARY

1175-1.png